পলিটেকনিক পরিচিতি

পলিটেকনিক পরিচিতি: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের প্রাচীনতম ও স্বনামধন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। ১৯৬৩ সালে এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। রাজশাহী শহরের সপুরা এলাকায় মনোরম পরিবেশে ১৫ একর জমির উপরে অবস্থিত এটি। এ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন এর ব্যয় ছিল ১৮ লক্ষ টাকা। ওয়েবসাইট: www.rpi.gov.bd

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাসে সু-বিশাল সাতটি বিল্ডিং রয়েছে, একেকটা ডিপার্টমেন্টের জন্য একেকটা বিল্ডিং। এছাড়া দুইটি নয়নাভিরাম পুকুর, অডিটোরিয়াম, নামাজ পড়ার জন্য মসজিদ এবং খেলার মাঠ রয়েছে।

এই প্রতিষ্ঠানটিতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয়। এছাড়া জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে বাংলা, ইংরেজি, রসায়ন, পদার্থ বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলোর জন্য একটি আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। যা “ননটেক ডিপার্টমেন্ট” নামে পরিচিত। এই পলিটেকনিকে মোট আটটি ডিপার্টমেন্ট রয়েছে।

আরও পড়ুন: ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট

আরও পড়ুন: শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট

আরও পড়ুন: বেসরকারি পলিটেকনিক এ পড়ার সুবিধা-অসুবিধা

🔵 ইনস্টিটিউট এর সময়: এ পলিটেকনিকে দুইটি শিফট রয়েছে।

     প্রথম শিফট: সকাল ৮ থেকে ১২ টা পর্যন্ত

     দ্বিতীয় শিফট: দুপুর ১:৩০ থেকে ৬:৪৫ পর্যন্ত

তবে শীতকালে এবং ক্ষেত্র বিশেষে সময় পরিবর্তন হয়ে থাকে।

DIPLOMA NEWS এর Campus Ambassador হতে ক্লিক করুন

🔵 টেকনোলজিসমূহ:

১. কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি 🖥 (১০০টি আসন দুই শিফট মিলে)

২. সিভিল টেকনোলজি 🦺 (৩০০টি আসন দুই শিফটে মিলে)

৩. ইলেকট্রিক্যাল টেকনোলজি 💡 (৩০০ টি আসন দুই শিফট মিলে)

৪. মেকানিক্যাল টেকনোলজি 🛠 (৩০০ টি আসন দুই শিফট মিলে)

৫. পাওয়ার টেকনোলজি ⚡    (১০০টি আসন দুই শিফট মিলে)

৬. ইলেক্ট্রো মেডিকেল টেকনোলজি 🩺 (১০০টি আসন দুই শিফট মিলে)

৭. ইলেকট্রনিক্স টেকনোলজি 🔌 (১০০টি আসন দুই শিফট মিলে)

৮. মেকাট্রনিক্স টেকনোলজি 🤖 (১০০ টি আসন দুই শিফট মিলে)

🔵 ছাত্রাবাস: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের জন্য শহীদ মোনায়েম ও শাহ নেয়ামত উল্লাহ নামে দুইটি এবং ছাত্রীদের জন্য আখতারুন নেছা নামে একটি ছাত্রাবাস রয়েছে। তবে বর্তমানে শুধুমাত্র ছাত্রীদের জন্য খোলা রয়েছে এবং ছাত্রদের জন্য দুটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

🔵 রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এ রোবটিক্স ক্লাব, বিতর্ক ও ল্যাঙ্গুয়েজ ক্লাব রোভার স্কাউট গ্রুপ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে।

🔵 ভর্তি প্রক্রিয়া: প্রতিবছর এসএসসি ও সমমান পরীক্ষার পর একযোগে দেশের সরকারি-বেসরকারি সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তির জন্য আবেদন করতে হয়। এরপরে জিপিএ এর উপরে ভিত্তি করে পছন্দের ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়ে থাকে আগ্রহী শিক্ষার্থীরা।

মো: আবু ফায়সাল
দ্বিতীয় পর্ব, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
শিক্ষার্থী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button