পলিটেকনিক পরিচিতি

পলিটেকনিক পরিচিতি: শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

শরীয়তপুর শহরের পালং, বুড়িরহাটে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থিত। ২০০১ সালে ২.০২ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি।

২০০৫ সালে কম্পিউটার ও ইলেকট্রনিক্স এ দুটি টেকনোলজি নিয়েই যাত্রা শুরু করেছিল শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। যেখানে ১২০ জন ছাত্রছাত্রী নিয়ে এর প্রথম ক্লাস শুরু হয়।

পরবর্তীতে কারিগরি শিক্ষার প্রসারতার লক্ষ্যে সরকারী সিদ্ধান্তের আলোকে এ ইনস্টিটিউটে আরও টেকনোলজি (টেলিকমিউনিকেশন ও ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল) সংযোজন করা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট

আরও পড়ুন: বেসরকারি পলিটেকনিক এ পড়ার সুবিধা-অসুবিধা

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট সবুজ ছায়া ঘেরা বৃক্ষরাজীতে পরিবেষ্ঠিত এবং ইনস্টিটিউটের একাডেমিক কাম প্রশাসনিক ভবনের সামনে আলোক সজ্জায় সজ্জিত ফোয়ারা সম্বলিত মনোমুগ্ধকর ফুলের বাগান অবস্থিত।

২.০২ একর জমির উপর নির্মিত এ শিক্ষাপ্রতিষ্ঠান। ৫ তলা বিশিষ্ট ভবন সমূহে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় এ প্রতিষ্ঠানের। গ্রামীন পরিবেশে অবস্থিত এ ইনস্টিটিউট এর প্রবেশ পথের গেটে, একাডেমিক কাম প্রশাসনিক ভবনের গেটে রয়েছে তরুণ ও কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী। যারা সার্বক্ষনিক প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমসহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করেছে।

DIPLOMA NEWS এর Campus Ambassador হতে ক্লিক করুন

টেকনোলজিসমূহ:

কম্পিউটার: আসন সংখ্যা ১০০ জন

ইলেকট্রনিক্স: আসন সংখ্যা ৫০ জন

ইলেকট্রিক্যাল: আসন সংখ্যা ৫০ জন

টেলিকমিউনিকেশন: আসন সংখ্যা ৫০ জন

ল্যাবসমূহ:

১. ইলেকট্রনিক্স ল্যাব- ২ টি

২. কম্পিউটার ল্যাব- ৪ টি

৩. আইপিসিটি ল্যাব- ১ টি

৪. টেলিকমিউনিকেশন ল্যাব- ১ টি

৫. বেসিক ল্যাব- ১ টি

৬. ফিজিক্স ল্যাব- ১ টি

৭. ক্যামিস্ট্রি ল্যাব- ১ টি

৮. ড্রয়িং ল্যাব- ১ টি

অন্যান্য:

১. পাঠাগার

২. অডিটরিয়াম

৩. প্রার্থনালয়

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট

অবস্থান: বুড়ির হাট, থানা: পালং (শরীয়তপুর সদর), জেলা: শরীয়তপুর, বিভাগ: ঢাকা।

Telephone: 0601-61455

Email: shariatpurpoly@yahoo.com

Website: www.shariatpurpolytechnic.gov.bd

ছাত্রাবাস: শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ কোনো ছাত্রাবাস নেই। তাই সকল ছাত্রছাত্রীদের মেসে অথবা বাসা ভাড়া করে থাকতে হয়। তবে ছাত্রাবাস নির্মানের পরিকল্পনা আছে।

মো: জুয়েল হোসেন
শিক্ষার্থী, দ্বিতীয় পর্ব, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট, শরীয়তপুর

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button