সংবাদ

প্রথমবারের মতো কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি প্রদান

প্রথমবারের মতো বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশের ৮ টি বিভাগে একযোগে ” বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি-২০২২” প্রদান অনুষ্ঠান।

সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিভাগের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সারাদেশের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মাঝেও এ দিন একযোগে “কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি” প্রদান করা হয়।

ঢাকা বিভাগের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল হোসেন, সিনিয়র সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোঃ ওমর ফারুক, মহাপরিচালক(অতিরিক্ত সচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বিভিন্ন পলিটেকনিকের অধ্যক্ষ এবং  BTEB এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দেশব্যাপী মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

অন্যান্য বিভাগের অনুষ্ঠানে বোর্ডের পরিচালক মহোদয়গণ, সিস্টেম এনালিস্ট, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট পলিটেকনিকের অধ্যক্ষ মহোদয়গণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর ও বিগত সময়ে পাস করা ৩৪০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে জানিয়ে এর আগেই বোর্ড নোটিশ প্রকাশ করেছিল। বৃত্তি বাবদ প্রতি শিক্ষার্থীকে বছরে একবার পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এখন থেকে প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের তালিকা তৈরি করে এ বৃত্তি দেওয়া হবে।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button