সংবাদ

অবৈধ সনদ-মার্কশিট তৈরি: কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট আটক

বিপুল পরিমাণ অবৈধ সনদ ও মার্কশিট তৈরির সরঞ্জামসহ কারিগরি শিক্ষাবোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়।

আটক ওই সিস্টেম অ্যানালিস্টের নাম প্রকৌশলী একেএম শামসুজ্জামান। বহুদিন ধরে অবৈধ সনদ আর মার্কশিট বানিয়ে সেসব শিক্ষাবোর্ডের অনলাইনে আপলোড করতেন তিনি।

এ চক্রে তার সাথে কাজ করাদের নিয়ে গত ২৪ মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা নিউজ। তারপরই সে চক্রের সন্ধানে মাঠে নামে গোয়েন্দারা।

যমুনা টেলিভিশনের অনুসন্ধানী ওই রিপোর্টে দেখানো হয়, অনলাইনে নানা পেইজ খুলে অবৈধ সনদের এ ব্যবসা চলছে। ঢাকা, চট্টগ্রাম, পাবনা ও কিশোরগঞ্জে এই চক্রের চারজনকে প্রমাণসহ সামনে আনে যমুনা নিউজ। সে সূত্র ধরেই কারিগরি শিক্ষাবোর্ডের সিস্টেম অ্যানালিস্টকে আটক করা হয়। সূত্র- যমুনা টিভি

Related Articles

Leave a Reply

Back to top button