বাংলাদেশ নৌবাহিনীর টেকনিক্যাল শাখার আর্টিফিসার কোর্স সম্পন্নকারী নাবিকদের মেকআপ বিষয়সমূহের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (নেভাল স্পেশাল) শিক্ষাক্রমের জুলাই-ডিসেম্বর, সামার ২০২২ (সেশন ২২-০২) ব্যাচের চূড়ান্ত পরীক্ষা ২০২৩ সালের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জানুয়ারি রোজ বৃহস্পতিবার হতে নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জম -এ অবস্থিত নেভাল ইন্সটিটিউট অব্ টেকনোলজি (এন.আই.টি.), কাপ্তাই, রাঙ্গামাটি (প্রতিষ্ঠান কোড: ৭২০২৩) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষার পরীক্ষার্থীরা বিভিন্ন নৌ-ঘাঁটিতে কর্মরত বিধায় নৌবাহিনী সদর দপ্তরাধীন এন.আই.টি, কাপ্তাই, রাঙ্গামাটির অধ্যক্ষের অনুরোধের প্রেক্ষিতে উক্ত পরীক্ষা এন.আই.টি, কাপ্তাই, রাঙ্গামাটির অধীনে অনুষ্ঠিত হবে।
(ক) ঢাকা নৌ অঞ্চলে বানৌজা হাজী মহসীন, (খ) চট্টগ্রাম নৌ অঞ্চলে বানৌজা ঈসা খান এবং (গ) খুলনা নৌ অঞ্চলে বানৌজা তিতুমীর ঘাটিসমূহে অনুষ্ঠিত হবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নেভাল (স্পেশাল) পরীক্ষার রুটিন দেখতে এখানে ক্লিক করুন
সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা গ্রহণ করতে হবে এবং পরীক্ষার উপর্যুক্ত ভেন্যুসমূহের সার্বিক তথ্য বোর্ডকে যথাসময়ে অবহিত করতে হবে।
DIPLOMA NEWS এর Campus Ambassador হতে ক্লিক করুন
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নেভাল (স্পেশাল) এর পরীক্ষার প্রয়োজনীয় সকল তথ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা কারিগরি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও দেখা যাবে।
আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com