২০২২ সালের এসএসসি-দাখিল ভোকেশনাল ৯ম শ্রেণি সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হবে।
১০ নভেম্বর এসএসসি-দাখিল ভোকেশনাল ৯ম শ্রেণি সমাপনী পরীক্ষার সময়সূচি কারিগরি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আগামী ৮ ডিসেম্বর থেকে ভোকেশনাল এসএসসি-দাখিলের নবম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৯ ডিসেম্বর। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ২০২৩ সালের ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। আর অনলাইনে ব্যবহারিকের নম্বর ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি মধ্যে পাঠাতে হবে।
অন্যদিকে, ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে। বাস্তব প্রশিক্ষণের নম্বর ২২ জানুয়ারির মধ্যে ট্রেড ভিত্তিক অনলাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ করতে হবে।
DIPLOMA NEWS এর Campus Ambassador হতে ক্লিক করুন
ভোকেশনাল: এসএসসি-দাখিল ৯ম শ্রেণি সমাপনী পরীক্ষার রুটিন
ভোকেশনাল ৯ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
ক. প্রশ্নপত্রে উল্লেখিত সময় ও নম্বর অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খ. চলতি পরীক্ষার কোন বিষয়ে রেফার্ড থাকলে ব্যবহারিক ও তাত্ত্বিক উভয় পরীক্ষা দিতে হবে। একই সাথে আলাদা আলাদাভাবে পাস করতে হবে।
গ. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।
ঘ. পরীক্ষর্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক (নন প্রোগ্রামেবল) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
ঙ. কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে কেন্দ্র সচিব ক্যামেরা ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
চ. পরীক্ষার্থীদের তত্ত্বীয় এবং ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শীট থাকবে।
ছ. ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
জ. পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।
ঝ. করোনাভাইরাস পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com