নোটিশ

বেসরকারি পলিটেকনিকের শিক্ষাক্রম পাঠদান নবায়ন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ারিং/ টেক্সটাইল শিক্ষাক্রমে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বেশ কিছু প্রতিষ্ঠানকে শর্তে সাপেক্ষে ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য পাঠদান নবায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

দেখে নিন প্রতিষ্ঠানের নাম, কোড ও ঠিকানা:

১. ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি,  প্রতিষ্ঠান কোড: ৬৯০১৬

সদর হাসপাতাল রোড, ফেনী।

২. হাজী আবুল হোসনে ইনস্টিটিউট অব টেকনোলজি, প্রতিষ্ঠান কোড: ৫৪০৫০

হোসেন কমপ্লেক্স, মসজিদ রোড, টাঙ্গাইল।

৩. টাঙ্গাইল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, প্রতিষ্ঠান কোড: ৫৪১৩১

কালিবাড়ী রোড, টাঙ্গাইল।

DIPLOMA NEWS এর Campus Ambassador হতে ক্লিক করুন

৪. আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, প্রতিষ্ঠান কোড: ৫০৫২৮

পশ্চিম তেজতুরী বাজার, কাজী নজরুল ইসলাম সড়ক, ঢাকা।

৫. দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউট, প্রতিষ্ঠান কোড: ২৭০৭৮

৭০/১, স্যার ইকবাল রোড, কোটপাড়া, কুষ্টিয়া।

৬. সেবাপল্লী সাইন্স এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট, প্রতিষ্ঠান কোড: ৬৪০৫৭

ভাদুঘর, ব্রাহ্মণবাড়ীয়া সদর, ব্রাহ্মণবাড়ীয়া।

আরও পড়ুন: বেসরকারি পলিটেকনিক এ পড়ার সুবিধা-অসুবিধা

দেন নিন বেসরকারি পলিটেকনিকের শিক্ষাক্রম পাঠদান নবায়ন প্রসঙ্গে বোর্ড নোটিশ

দেখে নিন শতসমূহ:

১/ বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান নীতিমালা, ২০২০ অনুসারে নির্ধারিত সময়ে নিজস্ব জমিতে উপযুক্ত ভৌত অবকাঠামো, স্থায়ী ও চলতি আমানতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা আছে নিশ্চিত করতে হবে।

২/ শিক্ষার্থীর সংখ্যা ও পরিচালিত শিক্ষাক্রমে টেকনোলজি হিসেবে নির্দিষ্ট পরিমানে শ্রেণী কক্ষ থাকতে হবে।

৩/ পরিচালিত টেকনোলজির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ল্যাব/শপ নিশ্চিত করতে হবে।

৪/ শিক্ষার্থীর সংখ্যা অনুসারে ক্লাস পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার ল্যাব থাকতে হবে।

৫/ ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করতে হবে।

৬/ প্রবিধান অনুসারে ক্লাস রুটিন নিশ্চিত করতে হবে।

৭/ ক্লাস রুটিন অনুযায়ী তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস নিশ্চিত করতে হবে।

৮/ শিক্ষার্থীর সন্তোষজনক হাজিরা নিশ্চিত করতে হবে।

৯/ শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন এবং সন্তোষজনক ফলাফলের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

১০/লাইব্রেরীতে সংশ্লিষ্ট বিষয়ের পর্যাপ্ত সংখ্যক বই থাকতে হবে। এছাড়া লাইব্রেরী শিক্ষার্থীদের জন্য খোলা রাখতে হবে।

১১/বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে অনুমোদিত পদ ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ,কর্মচারী নিয়োগ নিশ্চিত করতে হবে।

১২/ এস, আর, ও নং ২৬৭/আইন/২০০৯ অনুসারে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ব্যবস্থাপনা কমিটি থাকতে হবে।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button