মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের টারবাইন, অল্টারনেটর, ও জেনারেটরের নকশা বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাজে নিয়োজিত থাকেন। এ ছাড়া এয়ারকন্ডিশনিং মেশিন, বিমানের ইঞ্জিন, রেফ্রিজারেটর উৎপাদন কারখানার মাননিয়ন্ত্রণ ও কমিশনিংয়ের কাজও করেন। ২০০৯ সালের হিসাব মতে, যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ ইঞ্জিনিয়ার কর্মরত রয়েছেন, তারমধ্যে প্রায় ২৩৯০০০ (১৫%) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
🛑 জেনে নিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরি-
১. Roads and Highway Department (R & HD)
২. Public Work Department (PWD)
৩. LGED
৪. BADC
৫. পরমাণু শক্তি কমিশন।
৬. Water Development Board (WDB)
৭. Power Development Board (PDB)
৮. DESCO
৯. BRTC
১০. PGCB
১১. WASA
১২. বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র।
১৩. বাংলাদেশ পাট উন্নয়ন বোর্ড।
১৪. বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বিভিন্ন গ্যাস ফিল্ড ইত্যাদিতে Sub Assistant Engineer পদে চাকরির সুযোগ রয়েছে।
মেকানিক্যাল টেকনোলজির চাকরি প্রকার-
🛑বিদ্যুৎ সেক্টর : এই সেক্টরে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও কোম্পানি (যেমন pgcb) রয়েছে। এ চাকরিগুলো সকলের কাছেই খুব প্রিয়। এখানে ঝামেলা কম, কাজের চাপ তুলনামূলক কম এবং ক্যারিয়ার বেশ ভালো।
🛑অন্যান্য সেক্টর: পলিটেকনিক, টেকনিক্যাল সহ বিভিন্ন শিক্ষা ক্ষেত্র ও সরকারি বিভিন্ন জায়গায় মেকানিক্যাল টেকনোলজির নিয়োগ হতে দেখা যায়। ধরণের চাকরিগুলোর সুযোগ সুবিধা ক্ষেত্র বিশেষে অনেক বেশি বা কম হতে পারে।
🛑বেসরকারি-
১. বেসরকারি বিদ্যুৎকেন্দ্র।
২. বেসরকারি গ্যাস কোম্পানি।
৩. Pharmaceutical কোম্পানি।
৪. অটোমোবাইল কোম্পানি।
৫. Air conditioning & HVAC কোম্পানি।
৬. Beverage & Food কোম্পানি।
৭. প্লাস্টিক কোম্পানি।
৮. স্টীল মিলস।
৯. সকল ইপিজেডসহ দেশী-বিদেশী গার্মেন্টস শিল্প।
আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে মেইল করুন- newsdiploma@gmail.com