চাকরির খবর

কম্পিউটার টেকনোলজিতে যেসব সেক্টরে চাকরি

কম্পিউটার টেকনোলজি হচ্ছে যেখানে কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যারের গবেষণা বিকাশ নিয়ে কাজ করা হয়ে থাকে। বর্তমান সময়ে কম্পিউটার ব্যবহারে যারা যত বেশি দক্ষতা তারাই ৪র্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে পারবে। তাই সময়ে কম্পিউটার টেকনোলজিতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ।

🛑কম্পিউটার টেকনোলজিতে যেসব সেক্টরে চাকরির সুযোগ-

১. পাওয়ার প্লান্ট
২. পিডিবি
৩. পল্লীবিদ্যুৎ
৪. ডেসকো
৫. ওয়াসা-সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান।
৬. ইনফরমেশন এ্যান্ড কম্যুনিকেশন টেকনোলজি সেক্টর।
৭. সরকারি-বেসরকারি ব্যাংক ও বিমা কোম্পানিগুলোতে মেনটেইন্যান্স ও আইটি অফিসার হিসেবে।
৮. সৌর বিদ্যুৎ ও পরমাণু গবেষণাকেন্দ্র।
৯.শিল্প-কারখানা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি।
১০.ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর।
১১.কম্পিউটার ইন্ডাস্ট্রি।
১২.টেলিকম্যুনিকেশন সেক্টর।
১৩. ই-কমার্স সেক্টর।
১৪. বায়োটেকনোলজি সেক্টর।
১৫. বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়া।
১৬. সরকারি ও বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানসমূহ।

আরও পড়ুন: ডিপ্লোমা-ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন?

আরও পড়ুন: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন?

আরও পড়ুন: ডিপ্লোমা ইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন?

🛑 কম্পিউটার ইঞ্জিনিয়ার যেসব পদের দায়িত্ব পালন করে থাকেন-

১. সফটওয়্যার ইঞ্জিনিয়ার
২. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
৩. প্রোগ্রামার
৪. নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার
৫. সফটওয়্যার টেস্টার
৬. ওয়েব ডিজাইনার
৭. অ্যাপ ডেভ্লপার
৮. প্রজেক্ট ইঞ্জিনিয়ার
৯. টেকনিক্যাল রাইটার
১০. সিস্টেম এনালিস্ট
১১. ডাটাবেস ইঞ্জিনিয়ার
১২. ক্লাউড আর্কিটেক্ট

এ ছাড়া বর্তমানে অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করার অনেক সুযোগ রয়েছে।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে মেইল করুন- newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button