ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন মেরিন শিক্ষাক্রমের প্রথম,তৃতীয় ও সপ্তম পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে যাদের আশানুরুপ ফলাফল হয়নি তারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) ওয়েবসাইটে ফলাফল বোর্ড চ্যালেঞ্জ এর আবেদনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পলিটেকনিক ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩
উত্তর পত্র পুনঃনিরীক্ষণের আবেদন আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণ সংক্রান্ত তথ্য-
যেসব শিক্ষার্থীদের ভালো পরীক্ষা দিয়েও আশানুরুপ ফলাফল হয়নি তাদেরই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। তবে শিক্ষার্থীদের অবশ্যই নিশ্চিত হতে হবে তারা ভালো ফলাফল করবে। শতভাগ নিশ্চিত না হলে বোর্ড চ্যালেঞ্জ না করাই ভালো। কারণে এতে শুধু শুধু টাকা নষ্ট হবে।
বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে?
বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বিষয় প্রতি ৩০০ টাকা লাগবে। টাকা প্রতিষ্ঠানের রেজিষ্টার শাখায় জমা দিতে হবে এবং প্রতিষ্ঠান হতে তা সোনালী সেবার মাধ্যমে তা বোর্ডে পাঠানো হবে।
প্রয়োজনীয় কাগজপত্র-
প্রবেশপত্র এর ফটোকপি।
নির্বাচিত বিষয়গুলো চিহ্নিত করতে হবে।
ডিপ্লোমা বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম-
১/ সব ডকুমেন্টস সংগ্রহ করে আপনার প্রতিষ্ঠানের রেজিষ্টার শাখায় যেতে হবে।
২/ যারা অন্য পলিটেকনিক থেকে ট্রান্সফার হয়ে এসেছে তাদের বর্তমান প্রতিষ্ঠানের রেজিষ্টার শাখায় যেতে হবে।
৩/ রেজিষ্টার শাখা থেকে একটি ফরম দেওয়া হবে। এরতা পূরণ করে আবার সেখানেই জমা দিতে হবে।
৪/ প্রতি বিষয় ৩০০ টাকা (প্রতিষ্ঠান কর্তৃক কিছু টাকা কম-বেশি হতে পারে) জমা দিতে হবে।
৫/ এবার আপনার কাজ শেষ, বাকি কাজ প্রতিষ্ঠানের রেজিষ্টার শাখা থেকে শেষ করা হবে।
ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল বাকাশিবো এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে মেইল করুন- newsdiploma@gmail.com