টেকনোলজি

ডিপ্লোমা-ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন?

সিভিল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং পেশার পুরাতন ও অন্যতম শাখা, যার বাংলা অর্থ পুরকৌশল বিদ্যা। সারাবিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এই শাখাটি। স্বপ্ন যাদের নির্মাণ করার তাদের জন্যই পুরকৌশল। টেকসই উন্নয়নের জন্য অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের করতে মাঠ পর্যায়ে যারা ব্যাপক কর্মকান্ডে সক্রিয়ভাবে অবদান রাখেন তারাই সিভিল ইঞ্জিনিয়ার।

যে বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়:

ডিপ্লোমাতে সিভিল টেকনোলজিতে সড়ক, দালানকোঠা, ব্রীজ, জনপথ, হাইড্রলিক, স্ট্রাকচার, কালভার্ট, স্যানিটেশন, পানি সরবরাহ ইত্যাদির জরিপ কাজ নির্মাণ কৌশল ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং যেসব শাখা নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আলোচনা করা হয়, . Structural Engineering, II. Transportation Engineering, III. Geo technical Engineering, IV. Environmental Engineering, V. Water Resource Engineering , VI. Construction Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা: “যতদিন রইবে নির্মাণ ততদিন সিভিলের প্রয়োজন রবে অম্লান” পুরকৌশল তেমনি একটি বিষয় যার প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। সিভিলের টেকনোলজির প্রয়োজনীয়তা বা চাহিদা উল্লেখ করার মতো তেমন কিছুই নেই।

আরও পড়ুন: কোন টেকনোলজিতে পড়বেন?

সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ: নকশা এবং নির্মাণ করা আর সেই কাজ এর ক্ষেত্রগুলো হলো রাস্তাঘাট, বিমানবন্দর, সেতু, সুড়ঙ্গ, পানি সরবরাহ এবং নিস্কাশন ব্যবস্থা, বাঁধ, রেলপথ, ফেরিঘাট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ভবন এমনকি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ইত্যাদিই হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ।

সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ:
সড়ক ও জনপদ বিভাগ
এলজিইডি
পানি উন্নয়ন বোর্ড
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ
সিটি করপোরেশন
সেনাবাহিনী
ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সেকশন
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ.
ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ
ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
বিভিন্ন বন্দর
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক:
সরকারি পলিটেকনিক ইনিস্টিটিউট
সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

বিভিন্ন প্রাইভেট চাকরি: ইঞ্জিনিয়ারিং ফার্ম, কন্সট্রাকশন ফার্ম এবং কনসাল্টেন্সি ফার্ম ইত্যাদি।

উচ্চ শিক্ষার সুযোগ: ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শেষে সরকারিভাবে ডুয়েট এ বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে। এছাড়া দেশের প্রায় অনেক প্রাইভেট প্রতিষ্ঠান ডিপ্লোমা-ইঞ্জিনিয়ারদের বিএসসি পড়ার সুযোগ প্রদান করে।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button