টিপস

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করার উপায়

বর্তমান সময়ে দিন দিন স্মার্টফোনের ব্যবহার বেড়েই চলছে। আমরা কথা বলা ছাড়া নানান কাজে স্মার্টফোন ব্যবহার করে থাকি। যেখানে ফোনে প্রয়োজনীয় ছবি, ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করে রাখি। আর সেই স্মার্টফোনের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন দিয়ে লক ব্যবহার করা হয়। তবে কোনভাবে ব্যবহারকারী সেই পাসওয়ার্ড ও প্যাটার্ন ভুলে যান। সেই সময়ে দক্ষকোন মেকানিকের কাছে গিয়ে ফোন আনলক করতে হয়। আপনি চাইলে নিজেও পাসওয়ার্ড ও প্যাটার্ন ফোন আনলক করতে পারবেন।

জেনে নিন ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করার উপায়-

ধাপ-১
প্রথমেই জেনে রাখা প্রয়োজন ফোন আনলক করতে অ্যানড্ররয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে হয়। যদিও নতুন ফোন প্রথমবার চালু করতে গুগল অ্যাকাউন্ট খুলতে হয়। ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে, আপনার সেট করা পাসওয়ার্ড বা প্যাটার্ন জাতীয় স্ক্রিনলক ছাড়াই ফোন আনলক করা যাবে।

বারবার চেষ্টা করেও ব্যর্থ হলে স্ক্রিনে উপস্থিত Forgot Pattern/Password ক্লিক করবেন। এরপর সেখানে ক্লিক করে লগইন করবেন ফোনের সঙ্গে সেট থাকা গুগল অ্যাকাউন্টে। তবে ফোনে অবশ্যই ইন্টারনেট অন থাকতে হবে। এতে ফোন আনলক হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করার অপশন থেকে আবার নিজের মতো পরিবর্তন করতে পারবেন।

ধাপ-২
ফোন আনলক করার আরেকটি উপায় রয়েছে। পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন ছাড়াও অ্যানড্রয়েড ফোন আনলক করা যায়। সেজন্য আপনি অন্য একটি স্মার্টফোন থেকে Google Find My Device অ্যাপের ওয়েবসাইট ব্যবহার করে দেখতে পারেন। ওয়েবসাইটটি খুলে আপনি যে মোবাইলটি আনলক করবেন, তাতে কানেক্ট থাকা জিমেইল আইডি দিয়ে লগইন করতে হবে। পরে গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা স্মার্টফোনগুলোর নামের তালিকা দেখতে পাবেন। একটি ফোনে থাকলে একটি নামই দেখাবে।

আপনি নির্দিষ্ট স্মার্টফোনে ট্যাপ করলেই আরও একটি উইন্ডো খুলবে। সেখানে একটি অস্থায়ী কোড লিখতে হবে এবং উপরে থাকা থ্রি ডট আইকন থেকে লক বাটনে ক্লিক করতে হবে। তারপরই লক থাকা ফোনে ওই একই কোড দিয়ে সিলেক্ট করুন। এরপরে স্মার্টফোন আনলক হয়ে যাবে।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে মেইল করুন- newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button