টিপস

কারিগরি বোর্ড থেকে সাময়িক সনদ-নম্বরপত্র তোলার উপায়

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন মেরিন শিক্ষাক্রমের অষ্টম পর্ব শেষ করার পরে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত চাকরির জন্য অনেকেই সিভি জমা দিতে পারেন না। তাই সাময়িক সনদ ও নম্বরপত্র তুলে চাকরির জন্য আবেদন করতে পারেন।

জেনে নিন কারিগরি শিক্ষাবোর্ড থেকে সাময়িক সনদ ও নম্বরপত্র তোলতে করণীয়-

যেসব কাগজপত্র প্রয়োজন-

এডমিট কার্ডের ফটোকপি
পাসপোর্ট সাইজের ছবি
আবেদনপত্র (ইনস্টিটিউট থেকে দিবে)
রেজিষ্ট্রেশন কার্ড
ফলাফলের অনলাইন কপি

প্রয়োজনীয় টাকার পরিমাণ-

১. ইনস্টিটিউটে দিতে হবে ১৫০ টাকা (কমবেশি হতে পারে)।
২. সাময়িক সনদের জন্য দিতে হবে ৭০০ টাকা।
৩. নম্বরপত্রের জন্য দিতে হবে ৫৭৫ টাকা ।

আবেদন করার নিয়ম-

প্রথমে নিজ ইনস্টিটিউটে প্রয়োজনীয় কাগজগুলো জমা দিতে হবে। এরপরে সব কাজ তারাই করবে। তারপর আপনাকে বোর্ডে যেতে হবে, সেখানে মেইন গেইট দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে ১০১ নং রুমে গিয়ে আবেদনপত্র জমা দিলে তারা ব্যাংক ড্রাফের জন্য একটা স্লিপ দিবে। পরে ব্যাংক ড্রাফ করে আবার ১০১ নং রুমে আবেদনপত্র এবং ব্যাংক ড্রাফের স্লিপ জমা দিতে হবে। এরপর তারা আপনাকে সময় বলে দিবে কোন সময় সাময়িক সনদ বা নম্বরপত্র দিবে। তবে সকাল ৯ টা থেকে ১২ টার মধ্যে আবেদন করলে সেদিনই বিকেল ৫ টার মধ্যে সনদপত্র পেয়ে যাবেন।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে মেইল করুন- newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button