২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সরকারি পর্যায়ে ডিপ্লোমা শিক্ষাক্রমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যা ভর্তি চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এসএসসি বা সমমানের মূল মার্কশীট না থাকায় অনেক শিক্ষার্থী ভর্তিতে বিপাকে পড়েছেন। এতে বিকল্প উপায় জানিয়েছে বাকাশিবো।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) ওয়েবসাইটে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
যে সকল শিক্ষার্থীরা এখনো বোর্ড থেকে মূল মার্কশীট পাইনি তারা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে মূল রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড জমাদান সাপেক্ষে ভর্তি হতে পারবে।
তবে তাদের মূল মার্কশীট আগামী ১৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানে জমা দিয়ে মূল রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড ফেরত নিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, কৃষি, ফিসারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক শিক্ষাক্রমে পলিটেকনিক ইনস্টিটিউটে অনলাইনে ভর্তির আবেদন গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়। এরপরে কয়েকধাপে এ আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে।
জানা যায়, দেশে ৪৭টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, একটি গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট ও একটি গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউট রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতাধীন সারাদেশে ১৮টি সরকারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) সমূহে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্স চালু রয়েছে।
এছাড়া সারাদেশে ১৩টি সরকারী টেক্সটাইল ইনস্টিটিউটসমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল কোর্স চালু রয়েছে।
আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com