বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সূচি প্রকাশ হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) কারিগরি শিক্ষা বোর্ড থেকে এই প্রকাশ করা হয়।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কারিগরি শিক্ষার্থীদের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। আগামী ১২ মার্চ পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা চলবে। ১৩ থেকে ২১ মার্চের মধ্যে পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। ২২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।
এ ছাড়া সূচি অনুযায়ী, ১৩ থেকে ২১ মার্চের মধ্যে পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। ২২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।
এদিকে, এসএসসির লিখিত পরীক্ষাও ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১২ মার্চ পর্যন্ত। আর ১৩ মার্চ থেকে ২০ মার্চ ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সূচি জানতে ক্লিক করুন এখানে
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com
ডিপ্লোমা নিউজ‘র ফেসবুক পেইজ LIKE দিতে ক্লিক করুন