সংবাদ

পিজিসিবি প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ডুয়েটের পাঁচ শিক্ষার্থী

পিজিসিবি কর্তৃক আয়োজিত বিশেষ প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের পাঁচ শিক্ষার্থী।

পিজিসিবি কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাপনায় সমন্বিত সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে পাঁচ শিক্ষার্থীকে তালিকাভুক্ত করা হয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃক “বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাপনায় সমন্বিত সক্ষমতা উন্নয়ন প্রকল্প (Integrated Capacity Development Project in Power Transmission System of Bangladesh)” শীর্ষক প্রকল্পের আওতায় Korea University of Technology and Education (Koreatech), দক্ষিণ কোরিয়াতে ২ সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মনোনীত ১০ জন শিক্ষার্থী এর মধ্য হতে ৫ জনকে প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকাভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের নাম
মাহমুদা আক্তার-ইইই (৩/২)
আফরিন আক্তার-ইইই (৪/২)
সৌরভ কুমার বিশ্বাস (৪/২)
মো. রফিকুল ইসলাম (৩/২)
মো. আবু মোরশেদ সিদ্দিক (৪/২)

Related Articles

Leave a Reply

Back to top button