নোটিশ

২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব সমাপনী পরীক্ষার রুটিন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম পর্ব নিয়মিত ও ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২৩ সময়সূচি প্রকাশিত হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভূক্ত ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম পর্ব নিয়মিত ও ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২৩ এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভূক্ত ৬ষ্ঠ, ৮ম পর্ব নিয়মিত ও ৪র্থ, ৫ম, ৭ম পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২৩ এর সময়সূচি নিম্নে প্রকাশ করা হলো।

আরও বলা হয়েছে, এইচএসসি (বিজ্ঞান) বিভাগ হতে উত্তীর্ণ হয়ে সরাসরি ৩য় পর্বে এবং এইচএসসি (ভোকেশনাল) বিভাগ হতে উত্তীর্ণ হয়ে সরাসরি ৪র্থ পর্বে ভর্তিকৃতদের ২য় পর্বের মেকআপ বিষয়ের এবং Allied Group এর মেকআপ বিষয়ের পরীক্ষাও এ সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রশ্নপত্রে মুদ্রিত পূর্ণ সময়ে ও পূর্ণমানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button