শিক্ষাসংবাদ

যেভাবে আবেদন করলে কাঙ্ক্ষিত পলিটেকনিক ও টেকনোলজিতে চান্স

একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের আবেদন অনলাইনে শুরু হবে। সেই অনুসারে ধারণা করা যাচ্ছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তিও শিগগির প্রকাশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে যেভাবে আবেদন করলে কাঙ্ক্ষিত পলিটেকনিক ও টেকনোলজিতে চান্স পেতে পারেন আজকে এ বিষয়ে আলোচনা করা হবে।

দেশে ৪৭টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, একটি গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট ও একটি গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউট রয়েছে। ডিপ্লোমা ইন কমার্স প্রতিষ্ঠান সাতটি রয়েছে। এছাড়া সারাদেশে ১৩টি সরকারী টেক্সটাইল ইনস্টিটিউটসমূহেও চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল কোর্স চালু রয়েছে।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতাধীন সারাদেশে ১৮টি সরকারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) সমূহে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্স চালু রয়েছে।

আরও পড়ুন: একনজরে সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের নাম, ট্রেড ও আসন সংখ্যা

আরও পড়ুন: একনজরে সরকারি পলিটেকনিকগুলোর নাম, টেকনোলজি ও আসন সংখ্যা

আরও পড়ুন: একনজরে দেখে নিন সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম ও আসন সংখ্যা

কাঙ্ক্ষিত পলিটেকনিক ও ডিপার্টমেন্ট এ চান্স পাওয়ার বিষয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমত মনে রাখবেন, পলিটেকনিক পছন্দের আগে টেকনোলজির উপরে গুরুত্ব দিতে হবে,  কেন না চাকরি সেক্টরে আপনার পলিটেকনিক খোঁজে দেখবে না বরং আপনি কোন টেকনোলজি থেকে ডিপ্লোমা করছেন সেটাই মূল বিষয়।

এবার আসি জিপিএ এর বিষয়ে, যে এত পয়েন্ট নিয়ে কোন পলিটেকনিকে আবেদন করলে চান্স হতে পারে বা কিভাবে আবেদন করলে চান্স হওয়ার সম্ভাবনা বেশি। নিম্মে তা উল্লেখ করা হলো।

দেখে নিন যেভাবে আবেদন করলে কাঙ্ক্ষিত পলিটেকনিক ও ডিপার্টমেন্ট এ চান্স হবে

📛যাদের জিপিএ- ৪.৮০ থেকে ৫.০০ পয়েন্ট এ রয়েছে তারা নিচের তালিকার ১ থেকে ৫ পর্যন্ত ইনস্টিটিউটগুলো আবেদনের পছন্দ দিতে পারেন।

📛 যাদের জিপিএ- ৪.৬০ থেকে ৪.৮০+ পয়েন্ট এ রয়েছে নিচের তালিকার ১ থেকে ১০ পর্যন্ত ইনস্টিটিউটগুলো আবেদনের পছন্দ দিতে পারেন।

📛যাদের জিপিএ- ৪.৪০ থেকে ৪.৬০+ পয়েন্ট তারা নিচের তালিকার ১০ থেকে ৩০ পর্যন্ত ইনস্টিটিউটগুলো মধ্যে আবেদন করতে পারেন।

📛 যাদের জিপিএ- ৪.৩০ থেকে ৪.৫০+ পয়েন্ট তারা নিচের তালিকার ২০  থেকে ৪০ পর্যন্ত ইনস্টিটিউটগুলো মধ্যে আবেদন করতে পারেন।

📛যাদের জিপিএ- ৪.০০ থেকে ৪.৩০+ পয়েন্ট নিচের তালিকার ৩০ থেকে ৪৫ পর্যন্ত ইনস্টিটিউটগুলো আবেদন করতে পারেন।

DIPLOMA NEWS এর Campus Ambassador হতে ক্লিক করুন

📛সরকারি পলিটেকনিকগুলোর তালিকা:

০১। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

০২। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট

০৩। কুষ্টিয়া  পলিটেকনিক ইনস্টিটিউট

০৪। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট

০৫। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

০৬। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট

০৭। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট

০৮। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট

০৯। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট

১০। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট

১১। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট

১২। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট

১৩। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট

১৪। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট

১৫। সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

১৬। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট

১৭। বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স

১৮। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট

১৯। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

২০। লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

২১। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট

২২। টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট

২৩। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

২৪। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট

২৫। কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

২৬। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

২৭। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

২৮। ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউট

২৯। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

৩০। ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট

৩১। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট

৩২। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট

৩৩। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট

৩৪। হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

৩৫। শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট

৩৬। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট

৩৭। ব্রাহ্মনবাড়ীয়া পলিটেকনিক ইনস্টিটিউট

৩৮। পটুয়াখালি পলিটেকনিক ইনস্টিটিউট

৩৯। মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট

৪০। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট

৪১। শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট

৪২। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট

৪৩। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট

৪৪। বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউট

৪৫। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট

৪৬। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

৪৭। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

৪৮। খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

৪৯। রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

৫০। ফেনী কম্পিউটার ইনস্টিটিউট

উপরে নিয়মটি পূর্বের বছরের চান্সপ্রাপ্তদের উপরে ভিত্তি করে করা হয়েছে। আপনার জিপিএ এর মান অনুসারে পছন্দের টেকনোলজি দেখে আবেদনে পলিটেকনিক পছন্দ করবেন। আবেগময় হয়ে নামকরা পলিটেকনিকগুলোতে আবেদন করবেন না।

এছাড়া মেয়েদের জন্য আলাদা কয়েকটি মহিলা পলিটেকনিকসহ সকল পলিটেকনিকে আবেদন করার সুযোগ রয়েছে।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button