সংবাদ

ডুয়েটের রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’-এর আত্মপ্রকাশ

ডুয়েটের নতুন রক্তদান ক্লাব স্বজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু। “চলো রক্ত দিয়ে বাঁচাই প্রাণ আমরা সকল ডুয়েটিয়ান ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত ক্লাবটির মূল লক্ষ্য ডুয়েটের শিক্ষার্থীদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জরুরি রক্তের চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখা।

সদ্য-প্রতিষ্ঠিত ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের মোঃ যোবায়ের হোসেন এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ জেলায়েত মল্লিক। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. উৎপল কুমার দাস। উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক আবু তৈয়ব, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ রোকনুল ইসলাম,সিনিয়র মেডিক্যাল অফিসার ড.রাবেয়া নাসরীন আকন্দ এবং ডেপুটি চিফ মেডিক্যাল ড. আলী আজগর খান।

কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন হলের গেস্টরুমে অনুষ্ঠিত হয়। এতে স্বজনের উপদেষ্টা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ রোকনুল ইসলাম যিনি ক্লাবটির উদ্যোগকে “মহৎ মানবিক প্রচেষ্টা” হিসেবে আখ্যায়িত করেন। ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং পরামর্শ প্রদান করেন

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব যোবায়ের হোসেন তার বক্তব্যে জানান, “আমাদের লক্ষ্য শুধু রক্তদানই নয়, বরং রক্তদানের প্রয়োজনীয়তা এবং এর উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করা”। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত রক্তদান কর্মসূচি ও কর্মশালা আয়োজন করব পাশাপাশি মাদকাসক্তি নির্মূল এবং ডুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব।আমরা একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করছি, যেখানে রক্তদাতাদের তথ্য সংরক্ষণ করা হবে এবং জরুরি প্রয়োজনে সহজেই রক্তদাতার সঙ্গে যোগাযোগ করা যাবে। গত ২৮ নভেম্বর ক্যাম্পাসে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং একটি রক্তদান কর্মসূচিরও আয়োজন করেছিলাম, যেখানে ৫৯ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেছেন।আমরা আশাবাদী , ক্লাবটি শুধু ক্যাম্পাসের পাশাপাশি জাতীয়ভাবে রক্তের অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আমরা দেশের সকল পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং পলিটেকনিকের সাথে সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

Related Articles

Back to top button