নোটিশ

ডিপ্লোমা ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব পরীক্ষার সংশোধিত রুটিন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন- ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) ওয়েবসাইটে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

ডিপ্লোমা ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব পরীক্ষার সংশোধিত রুটিন দেখতে ক্লিক করুন

নোটিশে জানানো হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভূক্ত ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম পর্ব নিয়মিত ও ৫ম,৭ম পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত এবং ২০১০ প্রবিধানভুক্ত ৮ম পর্ব নিয়মিত/অনিয়মিত পরীক্ষা-২০২২ এবং ডিপ্লোমা-ইন- ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভূক্ত ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম পর্ব নিয়মিত ও ৩য়, ৫ম, ৭ম পর্বের অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২২ এর সময়সূচি প্রকাশ করা হলো।

উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী ৩য় ও ৪র্থ পর্বে সরাসরি ভর্তি হয়েছে তাদের ২য় পর্বের মেকআপ বিষয়ের পরীক্ষা এবং যে সকল শিক্ষার্থী ইমার্জিং টেকনোলজি হতে উত্তীর্ণ হয়েছে তাদের মূল টেকনোলজির সমতূল্যতা সনদ প্রাপ্তির জন্য Allied Group এর মেকআপ বিষয়ের পরীক্ষাও এ সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রশ্নপত্রে মুদ্রিত পূর্ণ সময়ে ও পূর্ণমানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button