বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম সেমিস্টারের চলতি বছরের মার্চ থেকে জুলাই মাসের পর্ব-পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) ওয়েবসাইটে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারসহ ৩য়, ৫ম ও ৭ম সেমিস্টারের ক্লাস আগামী ১২ মার্চ থেকে শুরু হবে।
প্রথম, ৩য়, ৫ম ও ৭ম সেমিস্টারের পর্বমধ্য পরীক্ষা ২ মে থেকে ১০ মে মধ্যে শুরু হবে। মার্চ থেকে জুলাই মাসের পর্ব-পরিকল্পনার অনুসারে ১ম, ৩য়, ৫ম, ৭ম সেমিস্টারের পর্ব সমাপনী পরীক্ষা ১৪ জুন হতে ১৮ জুলাইয়ের মাঝেই অনুষ্ঠিত হবে।
এরপরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম,৩য়, ৫ম,৭ম সেমিস্টারের ব্যাবহারিক পরীক্ষা ১৯ জুলাই হতে ২৫ জুলাইয়ের মাঝেই শেষ হবে।
আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com