নোটিশ

জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন ২০১৪ (০৬ মাস মেয়াদি) শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানুয়ারি-জুন, ২০২৪ (০৬ মাস মেয়াদি):

(3) (ক) ডাটা এন্মি: ২১-০২-২০২৪ খ্রি. থেকে ২১-০৩-২০২৪খ্রি. পর্যন্ত।

(খ) পেমেন্ট ও রেজিস্ট্রেশন: ২৯-০২-২০২৪খ্রি. থেকে ২৫-০৩-২০২৪খ্রি. পর্যন্ত।

(গ) ফাইনাল লিস্ট ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট: ০১-০৪-২০২৪খ্রি. থেকে ১০-০৪-২০১৪ খ্রি. পর্যন্ত।

(ঘ) রেজিস্ট্রেশন কার্ড A4 সাইজ (100 gsm) অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে।

(২) ফি এর বিবরণ: রেজিস্ট্রেশন ফি ৫০.০০ টাকা, পরীক্ষার ফি ৩০০.০০ টাকা ও সনদপত্র ফি ১০০.০০ টাকাসহ সর্বমোট ৪৫০.০০ টাকা প্রতি শিক্ষার্থী।

(৩) ভর্তির ন্যূনতম যোগ্যতা: কোন অনুমোদিত বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে অষ্টম শ্রেণী/জেএসসি/জেডিসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।

(৪) প্রতি ট্রেডে আসন সংখ্যা হবে ৫০ (পঞ্চাশ) জন। এর মধ্যে মূল আসন ৪০ (চল্লিশ) জন এবং ড্রপআউট ১০ (দশ) জন। প্রতি ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা ০৫ (পাঁচ) জনের কম হলে উক্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

(৫) ই-সেবা প্ল্যাটফর্ম (bteb.gov.bd ই-সেবা অথবা bteberp.com) এর মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button