সংবাদ

মাদরাসা সচিবের সঙ্গে মাদরাসা শিক্ষা বোর্ড কর্মকর্তাদের মতবিনিময়

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে মাদরাসা শিক্ষা বোর্ড কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) ড. ফরিদ উদ্দিন আহমদের মাদরাসা শিক্ষা বোর্ড পরিদর্শন উপলক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও রেজিস্ট্রার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button