নোটিশ

দেখে নিন কারিগরি শিক্ষা বোর্ডের নিরীক্ষণের ফল

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের (পুনর্নিরীক্ষণ) ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

উত্তরপত্র চ্যালেঞ্জের ফলাফল দেখতে ক্লিক করুক-

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।

অন্যদিকে, শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://bteb.gov.bd/) ফলাফলের তালিকা প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button