মুক্তকথা

ডিপ্লোমা নিউজে লেখা পাঠানোর আহ্বান

বাংলাদেশ কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার অন্যতম ওয়েবসাইট ডিপ্লোমা নিউজ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল স্কুল, কলেজ, টেকনিক্যাল স্কুল এবং পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল ধরনের খবর ডিপ্লোমা নিউজ নিয়মিত প্রকাশিত করা হয়। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের প্রকাশিত সর্বশেষ নোটিশও তোলা ধরা হয়।

আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত যে ডিপ্লোমা নিউজ ওয়েবসাইটে আমরা নতুন একটি উদ্যোগ শুরু করতে যাচ্ছি। আমরা ফিচার লেখার জন্য আগ্রহী শিক্ষক/শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করছি।

আপনারা যারা নিজেদের অভিজ্ঞতা, টিপস এবং কারিগরি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন, তারা আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন।

✅ লেখার বিষয়-

  1. অভিজ্ঞতা
  2. উচ্চশিক্ষা
  3. ইঞ্জিনিয়ারিং টপিক
  4. দেশ ভাবনা
  5. ক্যারিয়ার গাইডলাইন
  6. দেশের সামগ্রিক কোন সমস্যা ও সমাধান
  7. প্রযুক্তি ও উদ্ভাবন
  8. পলিটেকনিকের মজার ঘটনা
  9. মোটিভেশান

আপনার লেখা যদি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়, তাহলে তা হাজার হাজার শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হতে পারে এবং তাদের জন্য সহায়ক হতে পারে।

✅লেখা পাঠানোর নিয়মাবলী:

  1. লেখার সঙ্গে আপনার নাম, পরিচয় এবং প্রতিষ্ঠান উল্লেখ করতে হবে।
  2. লেখাটি ইউনিক এবং মৌলিক হতে হবে, কোনো ধরনের কপিরাইট ভঙ্গ করা চলবে না।

✅লেখা পাঠানোর ঠিকানা:

  1. Diplomanews.com ফেসবুক পেইজের ইনবক্স।
  2. এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

আপনাদের সৃজনশীলতা এবং মেধার প্রকাশ Diplomanews কে আরও সমৃদ্ধ করবে। তাই আর দেরি না করে, আজই আপনার লেখাটি আমাদের পাঠিয়ে দিন!

ধন্যবাদান্তে,

ডিপ্লোমা নিউজ টিম

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

Back to top button