খেলাধুলাচাকরির খবরটিপসটেকনোলজিনোটিশপলিটেকনিক পরিচিতিবইয়ের তালিকামুক্তকথাশিক্ষাসংবাদ

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার ওয়েবসাইট “ডিপ্লোমা নিউজ” এর যাত্রা শুরু

বাংলাদেশ কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার অন্যতম ওয়েবসাইট ডিপ্লোমা নিউজ। এ পোর্টালে কারিগরি ও ডিপ্লোমা শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি তোলা ধরা হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল স্কুল, কলেজ, টেকনিক্যাল স্কুল এবং পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল ধরনের খবর ডিপ্লোমা নিউজ নিয়মিত প্রকাশিত করা হবে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের প্রকাশিত সর্বশেষ নোটিশও তোলা ধরা হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) এর অধীনে চার (৪) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সের সকল টেকনোলজির বিষয়ে আলাদা আলাদা ফিচারও থাকবে এ ওয়েবসাইটে।

অন্যদিকে, ছাত্র-ছাত্রীদের মানসম্মত সাজেশন, হ্যান্ডনোটস এবং পড়াশোনার সকল তথ্য পাওযা যাবে। আমাদের শিক্ষার্থীদের অনেক সময় এগুলো না থাকার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। তাই সবার জন্য আলাপ-আলোচনা এবং মতামত বিনিময় করার ক্ষেত্র এ পোর্টাল দারুণ ভূমিকা রাখবে। আশা করি ডিপ্লোমা নিউজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) এর অধীনে সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের ক্ষুদ্র ভূমিকা হিসাবে সহায়ক হবে ইনশাআল্লাহ।

এছাড়া প্রয়োজনে আপনাদের নিজ নিজ উপদেশ, মতামত ও পরামর্শ আমাদের মেইলে পাঠাতে পারেন। নিউজ ও লেখা পাঠাতে আমার এ ঠিকানায় মেইল করতে পারেন newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button