সংবাদ

জেনে নিন রমজানে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কত দিন

স্কুল-কলেজের সঙ্গে মিল রেখে আসন্ন রমজানে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা থাকবে। ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কারিগরি কলেজগুলোর শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।

সম্প্রতি প্রকাশিত মাদরাসার সংশোধিত ছুটির তালিকায় পুরো রমজান জুড়ে মাদরাসাগুলো খোলা থাকবে বলে ঘোষণা এসেছে। তবে, নতুন শিক্ষাক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্কুলের সঙ্গে মাদরাসাগুলোর ছুটিরও সামঞ্জস্য রাখতে রমজানের প্রথমাংশে কিছু দিন মাদরাসা খোলা রাখার প্রস্তাব করা হয়েছে।

এর আগে ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। অপর দিকে রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। আর ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button