সংবাদ

কারিগরি শিক্ষার বিকাশে কাজ করবে বাংলাদেশ-কানাডা

দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও কানাডা।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার ড. লিলি নিকোলস -এর মধ্যে দ্বিপাক্ষিক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় কানাডিয়ান কমিউনিটি কলেজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, সেনেগাল প্রভৃতি দেশ উচ্চ শিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সমন্বয়ে শিক্ষাকে যেভাবে অর্থবহ করেছে- সেই অভিজ্ঞতা কাজে লাগানোর অঙ্গীকার করেছে দুই দেশ।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কানাডার কলেজ এবং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ড. এলেইন রয় এবং বাংলাদেশে কানাডা হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার মিজ ডেবরা বয়সি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button