চাকরির খবর

টেলিকমিউনিকেশন টেকনোলজির চাকরির বাজার

বর্তমান সময়ের চাহিদাসম্পন্ন টেকনোলজি হচ্ছে টেলিকমিউনিকেশন টেকনোলজি। টেলিকমিউনিকেশন টেকনোলজি টেলিযোগাযোগ শিল্পের অন্তর্নিহিত প্রয়োজনীয় প্রযুক্তি এবং তত্ত্ব নিয়ে হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার উভয় ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়। এই টেকনোলজির ক্ষেত্রটি রেডিও এবং টেলিভিশন থেকে শুরু করে উপগ্রহ, কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেট এবং অপটিকাল ফাইবার পর্যন্ত বিস্তৃত রয়েছে।

🔰 টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের চাকরির বাজার-

⭕ সরকারি চাকরি-
১. BTCL,
২. BTRC,
৩. BSCCL,
৪. DPDC,
৫. DESCO,
৬. BTRC,
৭. BASIS,
৮. BMD,
৯. Radar Station,
১০. Satellite Earth Station,
১১. ব্যাংকের IT সেক্টর,
১২. রেডিও স্টেশন,
১৩. বিভিন্ন স্কুল, মাদরাসা এবং ভোকেশনাল স্কুলে সহকারী আইসিটি শিক্ষক ও ট্রেড ইন্সট্রাকটর।
১৪. জুনিয়র ইন্সট্রাকটর পলিটেকনিক ইনস্টিটিউটে।

⭕ বেসরকারি বা স্বায়ত্তশাসিত চাকরি-

১. কম্পিউটার যোগাযোগ এবং নেটওয়ার্কিং কোম্পানি
২. মোবাইল নেটওয়ার্ক কোম্পানি
৩. স্যাটেলাইট টিভি চ্যানেল
৪. অপটিক্যাল নেটওয়ার্কিং প্রতিষ্ঠান
৫. আইটি ফার্ম।

এ ছাড়া টেলিকমিউনিকেশন টেকনোলজির দেশের বিভিন্ন কোম্পানির পাশাপাশি বিদেশেও চাকরিও সুযোগ রয়েছে।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে মেইল করুন- newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button