
দেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করতে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
আজ সোমবার (২ জুন) বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ভর্তি পরীক্ষা আগামী জুলাইয়ে সফলভাবে আয়োজনের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্নের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। সাধারণত ফল প্রকাশের দুয়েক সপ্তাহের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে বোর্ড। বর্তমানে বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ভর্তি পরীক্ষা জুলাই মাসেই নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পূর্বে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে ২০১৬ সালে তৎকালীন সরকার ওই ভর্তি পরীক্ষা বাতিল করে জিপিএ অনুযায়ী ভর্তির নিয়ম চালু করেছিল। এবার সেই নিয়ম বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com