টিপসনোটিশ

যেদিন পলিটেকনিকের ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

২০২২-২৩ শিক্ষাবর্ষে পলিটেকনিক ইনস্টিটিউটে অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে আবেদন ও অপেক্ষমান ফলাফলের প্রকাশ করা হবে।

রবিবার (১ জানুয়ারি) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হয়।

প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারির মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মেরিন ৩৮৫ টাকা নিশ্চয়ন ফি দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এছাড়া ডিপ্লোমা ইন টেক্সটাইল, কৃষি, ফিসারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ২৩৮ টাকা নিশ্চয়ন ফি দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে সেই ভর্তি বাতিল বলে গণ্য হবে। এরপরে সে ইচ্ছে করলে দ্বিতীয় পর্যায়ে আবার নতুন করে আবেদন করতে পারবে।

অন্যদিকে, আগামী ৬ জানুয়ারি হতে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে। প্রথমবারের মতোই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এ আবেদন করতে পারবেন। ৭ জানুয়ারি রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত আবেদন চলবে।

যেসব শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ আসেনি এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করছে এদের ফলাফল আগামী ১১ জানুয়ারি প্রকাশ করা হবে।

এরপরে দ্বিতীয় পর্যায়ে ১২ জানুয়ারি হতে ১৪ জানুয়ারির মধ্যে নিশ্চয়ন ফি প্রদান করে ভর্তি নিশ্চয়ন করতে হবে।

DIPLOMA NEWS এর Campus Ambassador হতে ক্লিক করুন

এর আগে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন, টেক্সটাইল, কৃষি, ফিসারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তির জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

Related Articles

Leave a Reply

Back to top button